কুখ্যাত দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর :: আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
কুখ্যাত যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় গতকাল রোববার আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বেলা সাড়ে ১২টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আনন্দ মিছিলটি শহরের পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডঃ এনামুল হক কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সরাইল উপজেলা শাখার আহবায়ক শেখ রাজিবুর রহমান, সদস্য সচিব রাজন আহমেদ পিয়াস, জেলা ছাত্রলীগ নেতা কাজী আশিক প্রমুখ। সমাবেশে বক্তারা, এ রায় কার্যকর হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী যে বিচারকার্যগুলো প্রক্রিয়াধীন রয়েছে সেগুলোর দ্রুত বিচার কাজ শেষ করারও দাবী জানান। বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৪৪ বছর হলেও বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য এ বিচার আমরা পেয়েছি এবং সেই কুখ্যাত যুদ্ধাপরাধীদের অহংকার ও দম্ভ চূর্ণ হয়েছে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এহসানুল্লাহ্ মাসুদ, সাবেক জিএস আমিনুর রহমান ইয়ামিন, রাজিবুজ্জামান সহ আরো অনেকে। সমাবেশ শেষে সাধারণ মানুষ ও সংগঠনের নেতৃবৃন্দরা একে অপরকে মিষ্টি মুখ করান।প্রেস রিলিজ