কুকুরটি হয়তো পাগল হয়ে গিয়েছিল নয়তো লাইসা ভাইরাসে আক্রান্ত_ ভেটেরিনারি চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে ছোট শিশুদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা।
গত বুধবার দুপুরে শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়া সহ কয়েকটি এলাকায় একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কিন্ত কেন হঠাৎ কুকুরটি এমন আচরণ করলো?
প্রাণী চিকিৎসকরা বলছেন, লাইসা ভাইরাসের কারণে অথবা মাথায় কোন ভাবে আঘাত পাওয়ায় কুকুরটির ব্রেনে সমস্যা দেখা দিয়েছিল। শীতকালে লাইসা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় শুধু মানুষ নয় অন্য প্রাণীকেও কামড়াচ্ছে কুকুর।
পশু হাসপাতালের ভেটেনারি চিকিৎসক ডা. মোঃ মোমিনুল জানান, লাইসা ভাইরাসের সংক্রমণের কারণে অথবা যেকোন আঘাতে মস্তিষ্কের সমস্যা হওয়ায় কুকুরটি এ ধরনের আচরণ করেছে বলে মনে করছেন তিনি।লাইসা ভাইরাসে আক্রান্ত হলে শুধু মানুষই নয় অন্য প্রাণীর উপরও হামলা করে কুকুর, বলেও জানান তিনি। বিগত কয়েকমাসে ছাগল, ভেড়াসহ নানা গৃহপালিত পশুকে কুকুরের হামলা করার তথ্য জানান তিনি।
লাইসা ভাইরাস রোধে কুকুরকে জলাতঙ্ক নিরোধক ভ্যক্সিন দেয়ার পরামর্শ তাঁর।