কিরণের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিল ও মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। রবিবার দুপুরে পৌরসভা অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর পানি সরবারাহ শাখা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সংরক্ষণ সুপারভাইজার দোলোয়ার হোসেন দিলু। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন- নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে সমগ্র পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে কর্মবিরতি দেবে পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় বক্তারা অবিলম্বে সংরক্ষণ সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে পৌরসভার সংরক্ষণ শাখা ও অন্যান্য শাখার কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১লা ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালন করার সময় তার উপর অতর্কিত হামলা চালায় দুবৃত্বরা।