করোনা সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাজারগুলো বিভিন্ন মাঠে স্থানান্তর
করোনা সংক্রমণ রোধে জেলা শহরে অবস্থিত বাজারগুলোকে বিভিন্ন মাঠে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুসারে, আনন্দবাজারের (সবজি-মাছ-মাংসের) বাজার শহরের বোর্ডিং মাঠে (অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ) । বর্ডার বাজারের মাছ ,মাংসের বাজার মধ্যপাড়ার হুমায়ুন কবির বিদ্যানিকেতন স্কুল মাঠ, সবজির বাজার মধ্যপাড়া-মৌলভীপাড়া সড়কের পাশে, মেড্ডা বাজারের সবজি বাজার মেড্ডা বাস মালিক সমিতির সামনের খালি জায়গায় (মাছ বাজার আগের জায়গাতেই থাকবে) এবং মৌড়াইলের বউ বাজার রেল স্টেশনের প্লাটফর্মে স্থানান্তরিত করা হয়েছে।
তবে শহরের কাউতলী ও ভাদুঘর বাজারের স্থান অপরিবর্তিত থাকবে।
শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
« কসবা পৌর মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ৬শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ (পূর্বের সংবাদ)