করোনায় আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া কারা চিকিৎসক
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে ওই চিকিৎসকের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জন।
করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ৩০ এপ্রিল ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। তরুণ ওই চিকিৎসকের পদায়ন জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে বর্তমানে তিনি জেলা কারাগারে সংযুক্ত রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ রোগীদের চিকিৎসা দিতে গিয়েই ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হবে।































