Main Menu

ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ৮ সদস্যের আংশিক কমিটি গঠন, ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

[Web-Dorado_Zoom]

ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ব্রাদার্স ইউনিয়ন ক্লাব’-এর ৮ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় কমিটির অন্যতম সদস্য মো. মনির হোসেনের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় গঠিত আংশিক কমিটির পদাধিকারীরা হলেন— ১. মো. নূরুল ইসলাম শিশির– সভাপতি ২. মো. কামরুল ইসলাম – সিনিয়র সহ-সভাপতি ৩. মো. এজাজ আহমেদ মনির– সাধারণ সম্পাদক ৪. মোহাম্মদ জসিম উদ্দিন– যুগ্ম সাধারণ সম্পাদক (১) ৫. শেখ মোহাম্মদ সেকুল-যুগ্ম সাধারণ সম্পাদক (২) ৬. আশিকুল ইসলাম (সুমন)– সাংগঠনিক সম্পাদক ৭. মো. খালেদ বিন হাবিব (রুমেল) – দপ্তর সম্পাদক ৮. সৈয়দ তৌফিক- ক্রীড়া সম্পাদক।

সভায় জানানো হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রাদার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম শিশির বলেন, “ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সভায় ক্লাবের উপদেষ্টা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Shares