Main Menu

ঐক্যবদ্ধভাবে আগামী ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করতে হবে — মোকতাদির চৌধুরী এমপি

+100%-

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর দ্বাদশতম দিন গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের আয়োজনে শিল্পকলা এডাডেমী মিলনায়তনে বিকাল ৪টায় “সিরিজ বোমা হামলা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, সহ সভাপতি হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে মোঃ মহসিন মিয়া, তানজিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, মাওলানা জাকির হোসেন, ফারুক আহমেদ, জায়েদুল হক, কাছন মিয়া প্রমুখ।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরিফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, আবিদুর রহমান দেওয়ান, হাজী মোঃ জামাল খান, জামাল হোসেন, আনোয়ার হোসেন সোহেল, যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, জেলা আওয়ামী লীগের কোন বিভ্রান্তি নেই। ঐক্যবদ্ধভাবে আগামী ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনের জন্য জেলাবাসীর প্রতি আহবান জানান।






Shares