এইচএসসি পরীক্ষায় ফেল করায় চাঁদনীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেল করার খবর পেয়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার, সে জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে।
জানা যায়, চাঁদনী চলতি বছর চিনাইর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সে দুই বিষয়ে ফেল করার খবর জানতে পারে। এ সময় ফলাফল খারাপ করার বিষয়টি সে মেনে নিতে পারেনি। পরে বিকেলে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলে চাঁদনী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চাঁদনীর মামা আতিকুল ইসলাম জানান, ফল প্রকাশের পর ফেল করার বিষয়টি মেনে নিতে না পেরে চাঁদনী কীটনাশক খেয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ভালো ফল করতে না পেরে চাঁদনী মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।































