ইসলাম ও দেশকে বাইপাস করে ইসলামী আন্দোলন কোন ঐক্য করবেনা-অধ্যাপক মাহবুবুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন,ইসলাম ও দেশকে বাইপাস করে, মানবতা ম্লান করে ইসলামী আন্দোলন কোন ঐক্য করবেনা। বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে ফলাফল ওলামায়ে কেরামের পক্ষে আসবে। স্বাধীনতার ৫৩ বছর পর যে সুযোগ এসেছে তা আর আসবে না। জেলা ঈদগাহে তিন দিনব্যাপী চরমোনাই’র নমুনায় ওয়াজ মাহফিলের শেষ দিনে শনিবার বিকালে ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ আগস্টের আন্দোলনে ইসলামী আন্দোলনের কৌশল বর্ণণা করে তিনি আরো বলেন, আজকে যারা ক্ষমতার মসনদে যেতে চায়, ক্ষমতার স্বাদ নিতে চায়, তখন তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কারফিও ভেঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। আন্দোলনের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফয্ ও সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দীন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দূস, মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী, মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, মাওলানা গাজী নিয়াজুল করিম, মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকী, মাওলানা মুঈনুল ইসলাম খন্দকার, মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা মুহসিনুল করীম হারুনী, মুফতি আশরাফুল ইসলাম বিলাল, মাওলানা ইসমাঈল আল মাদানী, মুফতি নূরুল্লাহ আল মানছুর, এম আবু হানিফ নোমান প্রমুখ।