Main Menu

ইসলামী যুব আন্দোলনের সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গত শুক্রবার বিকাল ৩:৩০টায় টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব। ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় তারবিয়াতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম, যুব আন্দোলনের সাবেক জেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলাল, আইএবির জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ আহমদ ছাতিয়ানী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ। কর্মশালায় প্রধান অতিথি বলেন, নেতৃত্ব দেওয়ার জন্য কাম্যমানের দায়িত্বশীল হিসেবে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এর প্রাথমিক ধাপ হিসেবে সংগঠনের প্রতিটি সদস্যকে ২টি কর্মশালায় অংশগ্রহণ করে কর্মী হিসেবে উত্তীর্ণ হতে হবে। মনে রাখতে হবে প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ তত সহজ। এবং শিক্ষিত জাতি গঠনে প্রশিক্ষিত হওয়ার বিকল্প নেই। কর্মশালায় ৯টি উপজেলা ও ২টি সাংগঠনিক উপজেলা থেকে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।






Shares