Main Menu

জেলা নাগরিক ফোরামের নির্বাচনোত্তর সভা অনুষ্টিত

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান

+100%-

photo nagorikforumব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের নির্বাচনোত্তর প্রথম সাংগঠনিক সভা অনুষ্টিত হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় আমিন কমপ্লেক্সের ৫ম তলায় দৈনিক সরোদ কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা নগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীর মু্িক্তযোদ্বা রতন কান্তি দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্ততা করেন সহসভাপতি উপাধক্ষ জসিম উদ্দিন বেপারী, সাংবাদিক উজ্জল চক্রবর্তী ,নিহার রঞ্জন নিহার রঞ্জন সরকার,মোহাম্মদ আমিন, তোফাজ্জল হোসেন জীবন, কমরেড নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা গীতেন চক্রবর্তী, এড. নজরুল ইসলাম, এড, উওম দাস, এড. এনামুল হক কাজল,শুভ্্রদেব বচ্চন, আব্দুল মতিন শিপন, যমুনা টিভির সাংবাদিক মো. শফিকুল ইসলাম, জেসমিন সুলতানা প্রিয়া প্রমুখ।
সভার শুরুতে নব-নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।
সভায় বক্তারা বলেন আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের প্রতি আহবান জানান।এ ছাড়া পৌরসভার রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ঈদুল আযহার দিনে কোরবানীর পর যথাযথ ভাবে পরিচ্ছন্ন করা,বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যহত রাখা,যানজট স্বাভাবিক রাখা এবং শহরের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন সহ সার্বিক আইন শৃংখলা রক্ষার জন্যে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।প্রেস রিলিজ






Shares