Main Menu

আনন্দবাজারের বাঁশবাজার ইস্যুতে ব্যবসায়ীদের প্রতি সংহতি জানালো এনসিপি, লীজ বাতিলের দাবি

[Web-Dorado_Zoom]

আনন্দবাজারের বাঁশবাজার ইস্যুতে ব্যবসায়ীদের প্রতি সংহতি জানিয়েছে এনসিপি। বৃস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দবাজারে গিয়ে তারা ব্যবসায়ীদের প্রতি সংহতি জানায়। এসময় তারা লীজ বাতিলের দাবি জানান।

তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দ বাজার ও টান বাজার সংলগ্ন সাবেক বাঁশপট্টি এলাকার জমিটি সম্প্রতি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি নির্দিষ্ট দলের কিছু সুবিধাভোগী ব্যক্তির কাছে লিজ প্রদান করা হয়েছে।
কিন্তু বাস্তবিকভাবে এই জায়গাটি খালপাড় হতে কারখানা ঘাট পর্যন্ত পাঁচটি বাজারের (আনন্দ বাজার, সড়ক বাজার, জগত বাজার, নিউ মার্কেট ও টান বাজার) প্রায় ১২০০ ব্যাবসায়ীর মালামাল লোড-আনলোড পয়েন্ট হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল।

গত কয়েক বছর ধরে এই জায়গাটি বাজারের লোড আনলোড পয়েন্ট হিসেবে ব্যবহারের পরিকল্পনা চলছিল। কিন্তু কিছু প্রভাবশালী চক্র গোপনে এ জায়গাটি নিজেদের স্বার্থে লিজ নিয়ে নেয়।

বর্তমানে নিউ মার্কেট রোড, সড়ক বাজার রোড ও খালপাড় রোডে সারাদিন যানজট লেগে থাকে।শুধু তাই নয় এই বাজারের জন্য আমাদের শহর যানজট লেগে থাকে। তাই আলাদা লোড-আনলোড পয়েন্ট না থাকায় ব্যাবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত এই লিজ বাতিল করতে হবে।

তাই জাতীয় নাগরিক পার্টি (NCP), ব্যাবসায়ী ও সাধারণ জনগন কে আশ্বস্ত করছি— জনস্বার্থে NCP আপনাদের পাশে আছে ও থাকবে।

এ সময় এনসিপির জেলা প্রধান সমন্বয়ক আজিজুর রহমান লিটন , জেলা সংগঠক মোঃ নাহিদুল ইসলাম পাভেল ইসলাম, ইব্রাহিম মিয়া, আরিফ বিল্লাহ আজিজ, আতিকুর রহমান আপেল, বিন ইয়ামিন ভুইয়া, সাহিল আহমেদ, খাইরুল ইসলাম, মজিবুর রহমান, রাসেল আহমেদ, সুমন মিয়া, হান্নান মিয়া এবং জেলা শ্রমিক শক্তির প্রধান মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।






Shares