আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী



ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ কবির আখন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মমিনুল হক, যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামালসহ আরো অনেকে। প্রতিযোগিতার ৩২ টি ইভেন্টে ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
« কসবায় ডেভিল হান্টে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান (পূর্বের সংবাদ)