আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসন যে কোন মূল্যে জাতীয় পার্টির দখলে নিতে চাই– এডঃ রেজাউল ইসলাম
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার অলিউর রহমানের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক কর্মীসমর্থক জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এডঃ রেজাউল ইসলাম ভূইয়া।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহেদুল হক ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব নাসির আহমেদ খান, সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক এমদাদ বারী, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাহেদুল ইসলাম জুটন প্রমুখ।
জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হাজী জসিম উদ্দিন জমসেদ, জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন দেলোয়ার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, জেলা ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওঃ সিরাজ আকরাম, জেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক সোলেমান মজুমদার
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ রেজাউল ইসলাম ভূইয়া বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হলে তৃণমূল পর্যায়ে পার্টিকে সুসংগঠিত করতে হবে। আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনটি যে কোন মূল্যে জাতীয় পার্টির দখলে নিতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখে পল্লীবন্ধু এরশাদ ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে জাতীয় পার্টিকে সুসংগঠিত দেখতে চাই। তাই আসুন নেতা এরশাদের ইচ্ছাকে পূরণ করতে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির জন্য কাজ করি।
উল্লেখ্য সভায় বিজয়নগর উপজেলার বধুন্তি ইউনিয়ন জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূইয়া ও সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে নবাগত সকল নেতৃবৃন্দ এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।