আওয়ামী লীগের দলীয় প্রার্থী ব্যাতীত অন্যকোন প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক না হওয়ার আহবান
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী ব্যাতীত অন্য কোন প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক/ সমর্থক না হওয়ার জন্য দলীয় সকল ভোটার ও জন প্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দল সমর্থিত সকল প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ ও অভিন্নভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণের জন্য দলীয় নেতা কর্মীসহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদের প্রতি অনুরোধ করা হয়েছে।
বুধবার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী এডঃ আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ ছফিউল্লাহ্, হাবিবুল্লাহ্ বাহার, আবু নাসের আহমেদ, অধ্যক্ষ জয়নাল আবেদিন, এডঃ নাজমুল হোসেন, এডঃ আবদুর রাশেদ, মোঃ সেলিম ভূইয়া, রুহুল আমিন বকুল, জামাল খান, কসবা উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আনিসুল হক ভূইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মোশারফ হোসেন সরকার, শের আলম, বাবুল আখতার, এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, অধ্যাপিকা বিলকিস বেগম, অধ্যাপিকা শাহিন সুলতানা, পিয়ারা বেগম পিয়োনো, ফয়জুন্নাহার টুনি, এবং দলীয় সকল সদস্যপদ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর, নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ ও অভিন্নভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করা হবে। সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।