Main Menu

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ডের নৈমিত্তিক শ্রমিকরা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির লিমিটেডের নৈমিত্তিক (আউটসোর্সিং) শ্রমিকরা চাকরি স্থায়ী করণের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় বিজিএফসিএল এর প্রধান কার্যলয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন।

এতে বক্তব্য রাখেন গ্যাসফিল্ডে কর্মরত শ্রমিক মো. মিলন মিয়া, এমডি হিরু, মাহবুব মিয়া, রিতা আক্তার, গীতা রাণী, মো. আনিছুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে তাদের স্বস্ব স্থানে চাকরি স্থায়ী করণের দাবি জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, বিজিএফসিএল এর আওতাধীন পেট্রো বাংলার ১৪ কোম্পানীতে প্রায় পাঁচশত শ্রমিক প্রতিদিন ৫০০ টাকা হাজিরা ভিত্তিক কাজ করে যাচ্ছেন। এতে পরিবার পরিজন নিয়ে তাদের কষ্টে দিনকাটাতে হচ্ছে। বক্তারা ঠিকাদারের মাধ্যমে কর্মরত না থেকে সরাসরি কোম্পানির মাধ্যমে কাজ করার দাবি জানান।