অনলাইন প্রেস ক্লাবের সাথে আমার কোন সম্পর্ক ছিল না এবং নেই
মোঃ আবুল হাসনাত অপু:: ব্রাহ্মণবাড়িয়া’র প্রবীণ সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু স্ব স্বাক্ষরিত বিবৃতিতে উলে¬খ করেছেন, গত রমজান মাসে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনলাইন মিডিয়ায় কর্তব্যরত সাংবাদিকদের অনুরোধে মডেল প্লাজায় আয়োজিত ইফতার পার্টিতে সরল মনে যোগদান, তাদের অনুরোধে সভাপতিত্ব করা কেন্দ্র করে প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃবৃন্দের মনে বিভ্রান্তি এবং অনাকাংখিত ক্ষোভ সৃষ্টি হয়েছে। যা বাস্তবিকই দুঃখজনক। কারণ, আমি ঐ ধর্মীয় অনুষ্ঠানে আয়োজকদের দুরভিসন্ধিমূলক বক্তব্যের প্রেক্ষিতে স্পষ্টতঃই ঘোষণা দিয়েছি “প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় পর্যায়ে সর্বজন স্বীকৃত সাংবাদিক সংগঠন। এর একজন সাবেক সম্মানীত সদস্য হিসেবে বলছি, এর বাইরে অনলাইন প্রেস ক্লাব নামে কোন প্রেস ক্লাব কারও নিকট গ্রহণযোগ্য নয় এবং হবে না। আর এ নামের কোন কমিটিতে যেন কোথাও আমার নাম পরিচয় না থাকে।” পরে প্রেস ক্লাবের কতিপয় নেতার প্রশ্নের জবাবে আমি বিষয়টি খোলাসা করে বলেছি। এ বিষয়ে মন্তব্য করার কয়েকদিন পর তথা কথিত অনলাইন প্রেস ক্লাব নামক সংগঠনের কমিটিতে আপত্তি করার পরও আমার নাম সহ- সভাপতি পদে জড়িয়ে জেলা এবং পুলিশ প্রশাসন এর পাশাপাশি অযৌক্তিকভাবে স্থানীয় সংসদ সদস্যের নিকট কমিটির কপি প্রদান করা হয়েছে বলে লোক মুখে অবগত হয়েছি। যা সত্যিই নিন্দনীয়। সুনামধন্য অনলাইন মিডিয়া সমূহের প্রতিনিধি বিহীন তথা কথিত অনলাইন প্রেস ক্লাব এর সাথে জড়িত বেয়াদবদের এহেন অপতৎপরতার তীব্র প্রতিবাদ এর পাশাপাশি কথিত সংগঠনের কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে ঘোষণা দেয়াসহ ক্ষমা প্রার্থনা করার আহবান জানাচ্ছি। আর যেহেতু আমি কোন অনলাইন মিডিয়ার সাথে সম্পৃক্ত নই, সেহেতু তথা কথিত অনলাইন প্রেস ক্লাব এর সাথে আমার কোন প্রকার সম্পর্ক ছিল না এবং নেই।
তিনি বিবৃতিতে আরও উলে¬খ করেছেন, জীবনের শেষ প্রান্তে এসে প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া’র কমিটিতে থাকা সমবয়সী ও জুনিয়র সাংবাদিক বন্ধুদের প্রতি আমার আন্তরিক আহবান, আপনারা সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কটুক্তি করা থেকে বিরত থাকুন। প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হয়ে বিভ্রান্তি মুক্ত থাকুন। মহান সৃষ্টিকর্তা সকল সাংবাদিকদের কল্যাণ করুন। কারণ আপনি যে আচরণ করবেন ভবিষ্যৎ আপনাকে তাই ফিরিয়ে দেবে।