পুলিশের বিশেষ অভিযান :: ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবি সদস্য সহ গ্রেফতার ৫৫
ডেস্ক ২৪:: সারাদেশে পুলিশের জঙ্গি দমনের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় শামীম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোররাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। সে ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শামীম ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামে শামীমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে জেএমবি সদস্য শামীম মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। সে ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ বছর কারাভোগ করেছে। এছাড়া শনিবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে।