নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়েছে শেখ হাসিনার প্রার্থী: উবায়দুল মোকতাদির
শেখ হাসিনার প্রার্থী ব্রাহ্মণবাড়িয়াকে নিরাপদ হিসেবে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে নৌকার প্রচারণায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সমাজের বিভিন্ন পর্যায়ের নারীরা অংশগ্রহণ করেন।
উবায়দুল মোকতাদির বলেন, এই নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়েছে তুলেছে শেখ হাসিনার প্রার্থী। নৌকা মার্কার প্রার্থী।
তিনি বলেন, নারীরা এখন নিরাপদে আছেন। সে নিরাপদ আপনারা বজায় রাখবেন কিনা, সেটা আপনারাই ভাববেন। কারোর প্রভাবে আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায় তাহলে আপনি সেই নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া বজায় রাখতে পারবেন না। আর নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া ধরে রাখতে চাইলে নৌকায় ভোট দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন বলেন, আমাদের নারীদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তানের বাবার নামের সাথে মায়ের নাম যুক্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী মেয়েদের উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্র অভূতপূর্ব উন্নয়ন করেছেন।প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্যে নারী বান্ধব প্রধানমন্ত্রীকে আমরা বারবার ক্ষমতায় দেখতে চাই। তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনে নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার জন্য উবায়দুল মোকতাদির চৌধুরীর কোনো বিকল্প নেই।
সমাবেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারী নেত্রী পারভীন জামান কল্পনা, ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকনসহ বিপুল সংখ্যক নারী।সূত্র: সময় টিভি