থানায় ঢুকে ছুরি নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা
ছুরি হাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
বুধবার দুপুরে হামলাকারী মোবাশ্বের (৩০) কে আদালতে পাঠানো হয়েছে। সে শহরের উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মোবাশ্বের নামের ওই যুবক ছুরি হাতে সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলা করে। এ সময় ছুরি হাতে নিয়ে প্রায় ৭/৮ জন পুলিশ সদস্যকে দৌড়িয়ে রাস্তায় নিয়ে যায়। রাস্তার উপর প্রায় ২/৩ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর ওই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার ওসি (তদন্ত) শাহজাহানসহ সাধন নামে আরো এক কনস্টেবল আহত হয়।
« থানায় ঢুকে ছুরি দিয়ে পুলিশের ওপর যুবকের হামলা, ওসি তদন্তসহ দুই পুলিশ আহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) হাফেজ মোবাশ্বেরের মানসিক অবস্থা নির্ণয়ে মেডিক্যাল বোর্ড »