Main Menu

হাসিনার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন মোদী

+100%-

007ডেস্ক ২৪:: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবারই ৭০ বছরে পা রাখলেন হাসিনা৷ ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয় হাসিনার৷আন্তর্জাতিক রাজনীতিতে এই বাঙালি মহিলা প্রধানমন্ত্রী সুপরিচিত৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদী লিখেছেন, দেশের কঠিন মুহূর্তে আপনার দৃঢ় নেতৃত্ব জনগণকে আশার আলো দেখিয়েছে। আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে৷  ভারত-বাংলাদেশ কূটনৈতিক বন্ধুত্বের সূত্রেই হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন মোদী৷ দুই দেশের আঞ্চলিক সহযোগিতার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷
বাংলাদেশের ‘জাতির জনক’ প্রয়াত মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা৷  তাঁর মায়ের নাম বেগম ফজিলাতুন্নেসা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে মুজিবুর রহমানকে সপরিবারে খুন করা হয়৷ বিদেশে থাকার সুবাদে বেঁচে যান শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা৷
ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক পরিবেশ রীতিমতো উত্তপ্ত হয়ে গিয়েছে৷ ইসলামাবাদে হতে চলা সার্ক সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ একই পথ ধরে বাংলাদেশও সার্ক বৈঠকে অংশ নিচ্ছে না৷ আফগানিস্তান, ভুটান সরকারও একই অবস্থান নিয়েছে৷ এমনই পরিস্থিতিতে শেখ হাসিনার জন্মদিনে লেখা নরেন্দ্র মোদীর শুভেচ্ছা চিঠি বিশেষ কূটনৈতিক বার্তাবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷






Shares