Main Menu

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা, কনস্যুলার সেবা স্থগিত

+100%-

আজ মঙ্গলবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. আল-আমিনের সই করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপত্তাহীনজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।’

এর আগে আজ বিকেল ৪টায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। সেখানে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। আমরা এটিকে একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না।’

দুই দেশের মধ্যে অনেক আন্তঃনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমরা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যোগাযোগ স্থাপন করতে আগ্রহী।’

উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গতকাল সোমবার ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামক একটি ডানপন্থী সংগঠনের নেতৃত্বে একদল লোক ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ ও হামলা করেন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। এ সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সম্পর্কিত।

পরে এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।






Shares