Main Menu

ব্রাহ্মণবাড়িয়া প্রেস মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

+100%-

১৩ আগস্ট ২০১৬ ইং’ শনিবার  বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে আরিফ ইকবালের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেস মালিক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেস মালিকগণের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

PRESS

উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন মৌসুমী অফসেট প্রেসের পক্ষে মোঃ খাইরুজ্জামান ইমরান, জুবিলী অফসেট প্রেসের প্রোঃ আবুল হাসানাত লিটন, বর্ণমালা অফসেট প্রেসের প্রোঃ মোঃ আরিফ ইকবাল, শুভেচ্ছা অফসেট প্রেসের প্রোঃ মোঃ শামসুল আলম, ফেমাস অফসেট প্রেসের প্রোঃ মোঃ ফারুক আহমেদ, তিতাস অফসেট প্রেসের প্রোঃ মোঃ গিয়াস উদ্দিন, মাদানী অফসেট প্রেসের প্রোঃ মোঃ ইসমাঈল, ফখরে বাঙ্গাল অফসেট প্রেসের প্রোঃ আবু হানিফ, রওশন অফসেট প্রেসের প্রোঃ নজরুল ইসলাম, আধুনিক প্রেসের প্রোঃ মোঃ আলমগীর তালুকদার, আল জামিয়া ডিজিটাল কালার সাইন এন্ড অফসেট প্রেসের প্রোঃ মোঃ আবদুল কারিম, যমুনা অফসেট প্রেসের প্রোঃ মামুনুর রশিদ চৌধুরী সোহাগ, ইসলামিয়া অফসেট প্রেসের পক্ষে আব্দুল মুকিত ওয়াছি, ব্রাহ্মণবাড়িয়া ডিজিটাল কালার সাইন এর প্রোঃ মোঃ খালেদ চৌধুরী, আশুগঞ্জ মা অফসেট প্রেসের প্রোঃ মোঃ কাউছার আলম, আশুগঞ্জ জননী প্রিন্টিং প্রেসের প্রোঃ মোঃ ইব্রাহিম মিয়া, নবীনগর রাজন অফসেট প্রেসের প্রোঃ মোঃ রাজন, কাগজঘর এন্ড বি-বাড়িয়া গ্রাফিক্স এর প্রোঃ মোঃ সুমন, আশুগঞ্জ মেঘনা অফসেট প্রেসের প্রোঃ মোঃ আবদুর রউফ, রানা ডিজিটাল কালার সাইন এর প্রোঃ মোঃ মাসুদ রানাসহ জেলা বিভিন্ন উপজেলার প্রেস মালিকগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ব্যক্তিগত কারণে অনুপস্থিত অন্যান্য প্রেসের মালিকগণ আসতে না পারায় একাত্মতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তির


Shares