Main Menu

Tuesday, May 3rd, 2022

 

আখাউড়ায় ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারতকালে বজ্রপাতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার দুর্গাপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার সকালে পৌর এলাকার খরমপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।


ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

করোনার প্রকোপ কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে আজ মঙ্গলবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও বিশ^ মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াওবিস্তারিত