দীপু মনির অভিযোগ : বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর জেট বিমান নেই
স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জেট বিমান থাকলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তা নেই। এমন কি! বাংলাদেশের প্রধানমন্ত্রীরও নেই। তাই আমাদের বিদেশ সফরে যেতে হলে বাণিজ্যিক বিমানে করেই যেতে হয়। তখন অন্যদের মতো আমাদের বিভিন্ন দেশে ট্রানজিট নেয়ার জন্য ২-৩ ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে আমাদের সফরকালীন সময়ের ব্যপ্তি বেড়ে যায়। তিনি আরো বলেন, আমার এ বিষয়ে কোনো আক্ষেপ নেই বা আমি আমার সাথে ইউএস পররাষ্ট্রমন্ত্রীর কোনো তুলনাও করতে চাচ্ছি না। যেহেতু আমার সফরের সাথে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরের তুলনা করা হয়েছে, তাই এ কথা গুলো আমাকে বলতে হচ্ছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন। তিনি বলেন, ইউএস পররাষ্ট্রমন্ত্রী তাদের একটা শহর থেকে আরেকটা শহরে গেলেও তার জেট বিমান ব্যবহার করেন। আর আমাকে দেশের টাকা সাশ্রয় করতে রাত তিনটায়ও বিমানবন্দরে গিয়ে বসে থাকতে হয়। নিজের মতো কোনো সিডিউল তৈরি করতে পারি না। এ সময় তিনি জানান, খুব শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্যের ওপর একটি বই প্রকাশ করা হবে। |