Main Menu

নবীনগরের রাধিকা সড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

+100%-

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো: শুক্কুর খান (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার বগডহর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। রবিবার বিকেল সারে ৫টার দিকে উপজেলার রাধিকা সড়কের ওয়ারুক নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ জন আহত হয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার রাধিকা সড়কে বেপরোয়া গতি নিয়ে গাড়ি চালানোর কারনে প্রায়ই এসব মর্মান্তিক দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে। গত ২০ সেপ্টেম্বর আরো একটি সড়ক দুর্ঘনা সংঘটিত হয়ে এক যুবক নিহত হয়।এসব সড়ক দুর্ঘনা রোধে জনসচেতনতা সহ প্রশাসনিক ভাবে এসব নিয়ন্ত্রণ করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার রাধিকা সড়কের ধনাশি নামক স্থানে জুম্মা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঔষুধ কোম্পানির একটি পিকাপ ব্যানের চাপায় জাহান ১০ নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও সড়কটিতে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েই থাকে।