Main Menu

নবীনগরে স্বামীর রডের আঘাতে স্ত্রীর মৃত্যু

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নিলিখী গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে কলাহের জেরে স্বামীর রডের আঘাতে মর্জিনা মেগম (৫৫) নামে স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী হানিফ মিয়া পালাত রয়েছে।
থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলাহের জেরে তুচ্ছ ঘটনায় আজ রবিবার সকাল থেকে হানিফ মিয়ার সাথে তার স্ত্রী মর্জিনা মেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী হানিফ মিয়া ঘরে থাকা একটি রড দিয়ে স্ত্রী মর্জিনা কে আঘাত করেন। পরে স্থানীয়রা মমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবার সূত্রে জানা যায়, হানিফ মিয় ও মর্জিনা বেগমের দাম্পত্য জীবনে তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।






Shares