নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত




নিহতরা হলেন- নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। শিহাব এলাকার স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের সদস্য ছিলেন।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পৌর এলাকার নারায়ণপুরে যাচ্ছিলেন বোরহান ও শিহাব।এসময় আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটর সাইকেলটি। এতে ছিঁটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিহাবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তিনিও মারা যান। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আবদুর রাজ্জাক।
« কসবায় নিখোঁজের দু’দিন পর পুকুরে মিললো শিশুর লাশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি »