Main Menu

নবীনগর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: “দুর্যোগ ঝুকিহ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালির,আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড করণীয় বিষয়ক মহড়ার মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুবকর ছিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, ইউপি চেয়ারম্যান মো.ফিরুজ মিয়া,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,মো. ফরহাদ প্রমুখ।