Main Menu

নবীনগর পৌরসভায়- কর্মচারী নিয়োগে বানিজ্যের অভিযোগ

+100%-

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ
নবীনগর পৌরসভায় সরকারি চাকুরিবিধি লংঘন করে ‘অফিস সহায়ক’ এর দুইটি পদে নিয়োগ বানিজ্যের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ জানুয়ারী ওই দুইটি শূন্য পদে নিয়োগের জন্য মৌখিক  পরীক্ষায় মুক্তিযোদ্বার সন্তানসহ ১২ জন প্রার্থী অংশগ্রহন করেন । ৩ ফেব্রুয়ারী প্রকাশিত উক্ত পরীক্ষার ফলাফলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সরকারি বিধি মোতাবেক শর্তাবলীর ৩ ও ৬ নং শর্ত লংঘন করে মো. মোবারক হোসেন পিতা মৃত ওয়াছেক মিয়া সাং মাঝিকাড়া ও নজরুল ইসলাম পিতা মৃত কাজী রফিকুল ইসলাম সাং গাজীপুরকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তির ওই দুই ধারার শর্ত মোতাবেক বয়সের ক্ষেত্রে ্‘এফিডেভিট কোনভাবেই গ্রহনযাগ্য নহে এবং সরকারি বিধি বিধান অনুসৃত হবে। কিন্তু নিয়োগপ্রাপ্ত ওই দুইজনকে এফিডেভিট এর মাধ্যামে নিয়োগ দেওয়া হয়েছে এবং সরকারি বিধি অনুযায়ীর মুক্তিযোদ্ধার কোটাও সংরক্ষণ করা হয় নাই। বুধবার (৪/২) রাতে স্থানীয় প্রেসক্লাবে অফিস সহায়ক পদে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একমাত্র আবেদনকারী মো. ই্রবাহিম খলিলউল্লাহ্ সংবাদ সম্মেলনে পৌরসভা মেয়র মো.মাঈন উদ্দিন ও নিয়োগবোর্ড মোটা অংকের অর্থের বিনিময়ে অনিয়মতান্ত্রিক ভাবে এ নিয়োগ বানিজ্য করেছেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে মেয়র মাঈন উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন,সরকারি নিয়োগ বিধি মোতাবেক স্বচ্ছতার সাথে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ।






Shares