Main Menu

নবীনগরে জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১৭২ কৃতী শিক্ষর্থিীকে শিক্ষবিৃত্তি প্রদান

+100%-
নবীনগর প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর কেজি উচ্চ বিদ্যলয় প্রাঙ্গণে শুক্রবার (২২.০৩.১৩) এক অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক সমাপনী  ও জুনিয়র সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া ১৭২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ব্যারিষ্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিষ্টার জাকির আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার। এতে বক্তব্য রাখেনবিশিষ্ট চিকিৎসক ডা. মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, বিএনপি নেতা ফোরকানুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হারুনূর রশীদ,  প্রেসকাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, প্রথম আলো প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু,আলী আহাম্মদ খান, অঅবুল হোসেন তন প্রমুখ। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে  ক্রেষ্ট, সনদ ও নগদ ২০০০ হাজার করে টাকা তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্রুতৈ এক মিনিট নীরবতা পাপলন করা হয়।






Shares