Main Menu

নবীনগরে সড়ক অবরোধ

+100%-

বৃহস্পতিবারের  সকাল -সন্ধ্যা  হরতাল চলাকালে নবীনগর উপজেলার নবীনগর- কোম্পানিগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রেখেছে পিকেটাররা।

এর ফলে জেলা ও চট্টগ্রাম-ঢাকার সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এছাড়া হরতালে শহরের প্রধান সড়কসহ জেলার অন্যান্য সড়ক-মহাসড়কেও বন্ধ রয়েছে সব যান চলাচল।

হরতালে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি অফিসে উপস্থিতিও কম।

এদিকে, ভোর থেকেই হরতালের সমর্থনে শহরের প্রধান সড়কে দফায় দফায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নাশকতা এড়াতে শহরের ৪০ টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া পিকআপ ভ্যানে করে পুলিশের ভ্রাম্যমাণ টিমও টহল দিচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


Shares