Main Menu

কেউ মারা যাওয়ার পর ফেসবুক কীভাবে বুঝতে পারে

+100%-

Facebook m
আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কেউ মারা যাবার পর ফেসবুকে তার প্রোফাইলের নামের পাশে `Rememberring` কথাটি লেখা থাকে? অনেকেই জানতে চেয়েছেন যে কেউ মারা যাবার পর ফেসবুক কীভাবে বুঝতে পারে যে সেই ব্যক্তিটি মারা গিয়েছেন। মূলত ফেসবুক বুঝতে পারেনা, এই কাজটি মূলত করে থাকে একজন লিগ্যাসি কনট্যাক্ট।

লিগ্যাসি কনট্যাক্ট ফিচারটি বলতে গেলে ফেসবুক নতুন চালু করেছে। এর মাধ্যমে আপনি আপনার কোন আপন জনকে আপনার লিগ্যাসি কনট্যাক্ট হিসেবে নির্বাচন করতে পারেন যিনি আপনি মারা যাবার পর আপনার প্রোফাইলে আপনার মৃত্যুর বিষয়টি জানিয়ে দিতে পারবেন এবং এর মাধ্যমে মূলত ফেসবুক বুঝতে পারে যে কেউ একজন মারা গিয়েছে। চলুন জেনে নেই, কীভাবে লিগ্যাসি কনট্যাক্ট নির্বাচন করতে হয়।

লিগ্যাসি কনট্যাক্ট নির্বাচন পদ্ধতি

আপনার অ্যাকাউন্টে লগইন করে Settings > Security > Legacy কনট্যাক্ট অপশনটিতে যান।
এরপর ঘরে সেই কনট্যাক্টটির নাম লিখুন যাকে আপনি আপনার লিগ্যাসি কনট্যাক্ট হিসেবে নির্বাচন করতে চান।
আপনি চাইলে তাকে লিগ্যাসি কনট্যাক্ট হিসেবে যুক্ত করার সময় একটি বার্তাও প্রেরণ করতে পারেন। যদি তা নাও করেন তবুও ফেসবুক তাকে নোটিফাই করে দিবে।
এরপর আপনি চাইলে আপনার মৃত্যুর পর আপনার ফেসবুকের সব ডাটা সেই লিগ্যাসি কনট্যাক্ট ইন্সটল করে নিতে পারবে কি না সেই পারমিশন দিতে পারেন।

আপনার লিগ্যাসি কনট্যাক্ট যা করতে পারবে

আপনার প্রোফাইলে একটি পিনড পোস্ট লিখতে পারবে। যেমন ধরুন, আপনার মৃত্যুর কথাই লিখল।
নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতে পারবে।
আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো পরিবর্তন করতে পারবে।

আপনার লিগ্যাসি কনট্যাক্ট যা করতে পারবে না

আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না।
আপনার পূর্বের কোন পোস্ট মুছতে পারবেনা।
আপনার পার্সোনাল মেসেজ দেখতে পারবেনা।
আপনার ফ্রেন্ডলিস্ট থেকে কাউকে মুছতে পারবেনা।

এখন, আপনি যদি একজন লিগ্যাসি কনট্যাক্ট হয়ে থাকেন তবে কেউ যদি মারা যায় তারপর তার অ্যাকাউন্টটি কীভাবে ম্যানেজ করা উচিৎ সে সম্পর্কে আপনার জানা উচিৎ।

মেমোরালাইজড ব্যক্তির প্রোফাইলে যান।
কভার ফটোর ডান দিকের নিচের অংশে থাকা ম্যানেজ বাটনে ক্লিক করুন।
এরপর মেন্যুটিকে নিচের কাজগুলোর জন্য ব্যবহার করতে পারেনঃ
একটি পিন পোস্ট অ্যাড করার ক্ষেত্রে।
নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার ক্ষেত্রে।
প্রোফাইল পিকচার এবং কভার ফটো চেঞ্জ করার ক্ষেত্রে।



« (পূর্বের সংবাদ)



Shares