Main Menu

লন্ডনে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির “উন্নয়ন কথা ৩” এর আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

advocate-lokman-pic-london_20-12-16
গত ১৮ ডিসেম্বর লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র.অা.ম উবায়দুল মোকতাদির চৌধুরীএমপি সম্পাদিত ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন কর্মকান্ডের প্রতিবেদনমূলক গ্রন্থ “উন্নয়ন কথা ৩” এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অায়োজনে অালোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড.অা.ক মেসবাহ্ উদ্দিন ইকো।এতে প্রধান অালোচক হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিক্ষানুরাগী অালহাজ্ব অ্যাড.লোকমান হোসেন।সভা পরিচালনা করেন প্রকৌশলী সাদিকুল অালম।

আলোচনায় বক্তারা বলেন, এ বই বর্তমান ব্রাহ্মণবাড়িয়া প্রতিচ্ছবি। বইটি পড়ে একজন পাঠক বর্তমান ও ভবিষ্যত রুপরেখা অনুধাবন করতে পারবেন। চলমান ও প্রক্রীয়াধীন বিভিন্ন প্রকল্পের ভূয়সি প্রসংশা করে বক্তারা, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়া উন্নত বিশ্বের শহরের ন্যায় সুযোগ সুবিধা সম্বলিত শহর হবে বলে আশা প্রকাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলক্রসিং এ নির্মিতব্য ওভারপাস ও সিমনা-ব্রাহ্মণবাড়িয়া (শেখ হাসিনা সড়ক) প্রকল্প বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নেয়ায় র.অা.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারঁ সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক প্রবাসীদের আইনী সহায়তায় “প্রবাসী ডেস্ক” উদ্যোগেরও প্রসংশা করেছেন প্রবাসীরা।

সভায় অন্যান্যের মধ্যে, যুক্তরাজ্য জেলা সমিতির সাধারন সম্পাদক সৈয়দ হামিদুল হক, সহ-সভাপতি সৈয়দ এহসানুল হক, ব্যারিষ্টার নজরুল ইসলাম, আব্দুল হাদী, কাজী আমিন, মোহাম্মদ আনোয়ার, খোকন, মোহাম্মদ মাসুক আহমেদ, রাজীব, ফারুক আহমেদ, কুদরতে খোদা লাকী ছাড়াও লন্ডনে অবস্থানরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।






Shares