Main Menu

নবীনগরে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা খেলা অনুষ্ঠিত

+100%-

DSC01961-1

আমিনুল ইসলাম// এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় ‘দাড়িয়াবান্দা’ খেলা এখন বিলুপ্ত হতে বসেছে। অথচ এক সময় প্রতিটি গ্রাম,পাড়া মহল্লায় মহাধুমধামে ঢাকঢোল বাজিয়ে দাড়িয়াবান্দা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো।

জানা যায়,নবীনগরে বিভিন্ন ইউনিয়নে প্রতিটি গ্রাম,পাড়া,মহল্লায় এক সময় ক্রীড়ামোদি ব্যক্তিদের উদ্যোগে মহা ধুমধামে অনুষ্ঠিত হতো ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা খেলার প্রতিযোগিতা।এ খেলায় বিভিন্ন অঞ্চল থেকে একাধিক দল প্রতিযোগিতা অংশ গ্রহন করতো।

ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা খেলা পুনরায় জাগ্রত করার উপজেলার বড়াইল ইউনিয়নে মাগন ফাউন্ডেশন এর উদ্যেগে এক বিশাল দাড়িয়াবান্দা খেলার শুক্রবার উওরপাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়।খেলাটি বিভিন্ন গ্রুপে যুবক ও তরুনদের মাঝে অনুষ্ঠিত হয়।উক্ত খেলাটি উপভোগ করার জন্য অনেক দুর্দুরান্ত থেকে খেলাপ্রেমিক দর্শকরা উপস্থিত হয়।

ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা খেলায় মোঃআবু মুছা এর সভাপতিত্তে প্রধান অতিথি ছিলেন-বড়াইল ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃজাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে খেলা উপভোগ করেন-হেড অব দ্যা ডিপার্টমেন্ট আল কোরআন,পিস ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা মোঃহোসাইন আহমদ নুরে আলম,বড়াইল বাজার কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন,সাদেকপুর ইউপি শ্রমীকদলের সভাপতি মোঃশফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মোঃলায়েছ মিয়া,বড়াইল ইউনিয়নের সাবেক ক্রীড়াবিদ মোঃতাজুল ইসলাম,খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃমুছলে উদ্দীন দুলাল,শ্যামল বাংলা কিন্ডারগার্টেন এর সহ-সভাপতি মোঃআলী আজম।

অনন্যদের মাঝে আরো উপস্থিথ ছিলেন-মাজু সরদার,মোঃসেলিম মিয়া,মোহাম্মদ আলী,১ নং ওয়ার্ড মেম্বার পদপার্থী মোঃলিয়াকত আলী,মোঃসেলিম মিয়া ও সোহরাব আহমেদ প্রমুখ।

খেলায় সার্বিক ব্যাস্থাপনায় ছিলেন-আলাউদ্দীন আল আজাদ,সাবেক ছাএনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়।খেলা পরিচালনা করেন-নজরুল ইসলাম মেব্বার ও খায়ের মিয়া।