Main Menu

আগামী বছরের মধ্যে কসবায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে, আইনমন্ত্রী আনিসুল হক এমপি

+100%-

mp-01
খ.ম.হারুনুর রশীদ ঢালী :: বর্তমান সময়ে কসবা উপজেলায় শতকরা ৮৫ভাগ বিদ্যুতায়ন হয়েছে যা আগামী বছরে শতভাগে উন্নীত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার রাতে উপজেলার চকচন্দ্রপুর মাদ্রাসা মাঠে প্রথম শ্রেণী সরকারী কমৃকর্তাদের সংবর্ধনা উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা উন্নয়নের শপথ নিয়েছেন,বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। তিনি  এমপি থাকা সাপেক্ষে প্রতি বৎসর জনগনের কাছে আগের বৎসরের কাজ কর্মের বিবরন প্রদান করবেন বলেও জানান।

প্রকৌশলী হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজ হারুল ইসলাম,রুহুল আমীন ভুইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা বিলকিছ বেগম,বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.এম.এস আলম ভুইয়া দুলাল,গোপীনাথপুর শাহ আলম কলেজের অধ্যক্ষ আকরাম খান,মালেক জুবেদা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হাসান আজাদ বাদল, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সবুজ,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো:ফজলে রাব্বি সুজন,কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ক্ষমেরান উদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক মো:মনির হোসেন, বিনাউটি ইউপি সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রিমন, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল হামিদ।

এর পূর্বে তিনি আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।






Shares