Main Menu

দীর্ঘক্ষণ টিভি দেখলে বন্ধ হয় ফুসফুসে রক্ত চলাচল

+100%-

watch tv

টিভি আপনার অবসরের সঙ্গী, মনখারাপের ওষুধ, একাকীত্মের নেশা৷ কিন্তু জানেন কি আপনার এই সঙ্গীই বাড়াচ্ছে আপনার জীবনের জুঁকি? গবেষণা বলছে দীর্ঘক্ষণ ধরে টিভি দেখলে আপনার ফুসফুসের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে৷
বৃটেনের একদল গবেষক জানিয়েছেন, পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় ধরে নাগারে টিভি দেখলে ফুসফস ক্ষতিগ্রস্ত হয়। রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে।
গবেষকদল ১৮ বছর ধরে প্রায় ৮৬ হাজার মানুষের উপর পর্যবেক্ষন করে এমন তথ্য দিয়েছেন। এই গবেষণায় দেখা গিয়েছে, টিভি ফোবিয়া রয়েছে – এমন শতকরা ৫৯ ব্যক্তির মৃত্যু হয়েছে কেবল পালমোনারি এমবলিজমের কারণে।

গবেষকদের দাবি, যারা দিনে গড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে টিভি দেখেন তাদের ওই পালমোনারি এমবলিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণের থেকে দ্বিগুণ বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা বলেছেন এর থেকে বাঁচার উপায় হলেঅ একটানা টিভি না দেখে মাঝে মাঝে বিরতি দেওয়া৷ সেই সময় উঠে একটু চলাফেরা করা ভলো৷ শুধু তাই নয় পাশাপাশি, প্রচুর জল খাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। তবে শুধু এই রোগের কারণ টিভিই নয়৷ একই শারীরিক জটিলতা দেখা দিতে পারে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারেও এমনটাই জানিয়েছেন গবেষকরা৷- ওয়েবসাইট






Shares