Main Menu

বিজিবির অভিযান, বিভিন্ন মাদক আটক

+100%-


ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০৯ কেজি গাঁজা, ১১৩ বোতল হুইস্কি এবং ১৫ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করে। সিংগারবিল বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বাহার উদ্দিন এর নেতৃত্বে নোয়ামোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ কেজি ভারতীয় গাঁজা আটক এবং চন্ডিদার বিওপির বিশেষ অভিযানে ০৩ কেজি ভারতীয় গাঁজা আটক করে এছাড়া অন্যান্য সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে ১১৩ বোতল হুইস্কি এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের অবকাশ এলাকা হতে ১৫ বোতল  ফেন্সিডিল আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, গাঁজা এবং হুইস্কি, ফেন্সিডিল এবং বিভিন্ন প্রকার ভারতীয় পন্য  আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদক পাচার রোধে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। তিনি মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।






Shares