Main Menu

ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিমিয় সভা

+100%-


”সৎ সাহস নিয়ে এগিয়ে আসুন, ইভটিজিং এ প্রতিরোধ গড়ে তুলুন, বাল্য বিয়ে আর নয়,১৮ বছরের আগে বিয়ে নয়” এ শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি ব্যাক্তিকে এগিয়ে আসতে হবে। নারীদের এগিয়ে নিতে হলে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন, আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রেহানা মকবুল।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, শিক্ষার্থী জান্নাত আক্তার, অনিমা রহমান, নাছরিন নূর।






Shares