Main Menu

ব্যক্তি বিশেষের পৌরসভার রাস্তা-ড্রেনের সঠিক ব্যবহার না করায় কাংখিত উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে- মেয়র

+100%-

 

দক্ষিণ মোড়াইল রাস্তা সংস্কার কাজ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন নানান প্রতিকুলতা ও আর্থিক সিমাবদ্ধতার মধ্যেও পৌরসভার উন্নয়নে বিভিন্ন এলাকায় রাস্তা, ফুটপাত, ড্রেন নির্মান ও সংস্কার করা হচ্ছে। শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। কিšু‘ কিছু কিছু মানুষ পৌরসভার রাস্তা ড্রেনের সঠিক ব্যবহার না করায় পৌর সম্পদ বিনষ্ট হচ্ছে। ফলে পৌরবাসীর কাংখিত উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। তিনি সকলকে এ সমস্ত অসচেতন ব্যক্তিদের সচেতন করার আহবান জানিয়ে বলেন, আসুন নাগরিক দায়িত্ব হিসেবে আমরা সবাই পৌর সম্পদের যথাযথ ব্যবহার ও রক্ষণা-বেক্ষণ করি। মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ মোড়াইল ডাক বাংলার মোড় হতে বৌবাজার গামী রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা,সাবেক কমিশনার আবুল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জামাল খান, জেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ আতিক আহমেদ, এলাকার বিশিষ্ট ব্যক্তি শহিদ মেম্বার, আবেদ মুন্সি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, অর্থ সম্পাদক মহসিন মোল্লা, পৌর কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুল ইসলাম, শহর ছাত্রলীগের আহবায়ক মিকাইল হোসেন হিমেল, সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবণ প্রমুখ।






Shares