Main Menu

মানুষের সেবার লক্ষ্যে জীন্ হেনরি ডুনান্ট রেড ক্রিসেন্ট আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন- জেলা প্রশাসক

+100%-

গতকাল ৮ মে শুক্রবার বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সঙ্গীতাঙ্গণের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আবু সাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিজানুর রেজা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আবু হোরায়রাহ্, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ শাহ আলম, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান আনিছুর রহমান চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব এডঃ নাজমুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ হরেকৃষ্ণ ভৌমিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন খান খোকন, সাবেক সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও পৌর কাউন্সিলার ছাদেকুর রহমান শরিফ, রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক আব্দুল মান্নান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আর্ত পীড়িত মানুষের সেবার লক্ষ্যে জীন্ হেনরি ডুনান্ট রেড ক্রিসেন্ট আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। জীন্ হেনরি ডুনান্ট মানবসেবার লক্ষ্যে যে কাজ করে গেছেন তা আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত। তিনি কোন জাতি বা গোষ্ঠীর জন্য করে যাননি, করেছেন সারাবিশ্বের আর্ত পীড়িত, ক্ষতিগ্রস্থ মানুষের জন্য। তাই আমাদের তার এই মহৎ উদ্যোগকে লালন করতে হবে। মানুষের কল্যাণে যার যার অবস্থানে থেকে নিবেদিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি রেড ক্রিসেন্ট এর অর্ন্তভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রধান করেন।






Shares