Main Menu

প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে-আল মামুন সরকার

+100%-


রেড ক্রিসেন্ট’র চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট ভবন কার্যালয়ে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট’র অর্ন্তভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট’র কার্যনির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ইউনিটের সদস্য ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, ইউনিটের সদস্য ও জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম, ইউনিটের সহকারী পরিচালক আব্দুল মান্নান, সাবেক যুব প্রধান আনিছুর রহমান চৌধুরী, শাহজাহান সাজু, সাংবাদিক মোঃ শাহজাদা, শেখ মাহবুবুর রহমান, যুব প্রধান সালাউদ্দিন ভূইয়াসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ। উদ্বোধনকালে আল মামুন সরকার বলেন, প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। তাই আমাদের এ রকম প্রতিযোগিতার আয়োজন করা সকল সংগঠনেরই উচিত। আমরা আজ এই প্রতিযোগিতার মাধ্যমে রেড ক্রিসেন্ট’র জনক জীন্ হেনরী ডুনান্ট এর মানবসেবায় রেখে যাওয়া কর্মকান্ডগুলো আরো বেগবান করতে চাই। আর এই প্রতিযোগিতার লক্ষ্যই হল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মানবসেবার মানসিকতা জাগ্রত করা।প্রেস রিলিজ






Shares