Main Menu

শহরের জলাবদ্ধতা নিরসনে সাবাইকে ড্রেনে ময়লা ফেলা বন্ধ করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নির্ধারিত স্থান ছারা রাস্তার উপর যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয় মসা, মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছরিয়ে পরে। তাছার অনেক মানুষ অসচেতন ভাবে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। তাই অল্প বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জনদূর্ভোগ বাড়ে। এ সমস্ত জনদূর্ভোগ লাগভে পৌরসভার পরিছন্নতা কর্মীর পাশাপাশি শহরবাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে। তিনি ব্যক্তি ও সামাজিক উদ্দ্যোগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিছন্ন রাখতে আহবান জানিয়ে বলেন, শহর কে পরিষ্কার পরিছন্ন রাখা সু নাগরিক হিসেবে সবার নৈতিক দায়িত্ব। মেয়র গতকাল সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড গোকর্নগাটের মল্লপাড়ায় ড্রেন নির্মান কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মোধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজি ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ মিয়া, খোকন কান্তি আচার্য্য, মোঃ জামাল মিয়া, হাজি মোঃ সৈয়দ মিয়া সরকার, মোঃ বাছির মিয়া, মাস্টার রেজাউল হক, আঃ রশিদ, মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া, মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়া, নির্মল বর্মণ, গৌরাঙ্গ বর্মণ, জহর লাল বর্মণ টিটন দাস প্রমুখ। পরে তিনি শহর বাসীর মঙ্গল কামনা এবং ড্রেন নির্মান কাজের সফলতা কামনা করে মহান আল্লাহ তায়ালা কাছে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি






Shares