Main Menu

বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে- বই মেলার সমাপনীতে জেলা প্রশাসক

+100%-

ডেস্ক ২৪::: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোসারফ হোসেন বলেছেন, বাঙ্গালীর স্বাধীকার অর্জনের গৌরবময় ইতিহাস ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের সুত্র ধরে দীর্ঘএক সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ভাষা আন্দোলনের সুত্র ধরে আমাদের মাঝে বাঙ্গালী জাতীয়তা বোধ চেতনার উম্মেষ ঘটেছে। তাই ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের অহংকারের ইতিহাস। জেলা প্রশাসক গতকাল ২৭ ফেব্রুয়ারি বিকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত সপ্তাহ ব্যাপী একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন বাংলা ভাষা পৃথিবীর সব চাইতে স্মৃতি মধুর ভাষা। এই ভাষার বাহক হিসাবে আমাদেরকেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ভাষাকে ব্যবহার করতে হবে মর্যাদার সাথে। বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে হবে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে।  ভাষা আন্দোলনের চেতনাকে ছড়িয়ে দিতে হবে আমাদের আগামী প্রজন্মের মাঝে। তবেই ভাষা শহীদদের আত্মত্যাগ সফল হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল এর সভাপত্তিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, প্রবিণ সাংবাদিক মুহাম্মদ মুসা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু হুরাইরাহ, ভাদুঘর পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতি কর্মী হাবিবুর রহমান পারভেজ। অনুষ্ঠানে আর্কশনীয় স্টল পরিবেশনের জন্য ৩টি স্টল কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছারা অনুষ্ঠানে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের পরিবেশনায় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






Shares