Main Menu

জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি ট্রাফিক ও কমিউনিটি পুলিশ এর সদস্যদের মাঝে রিফ্লেক্টিং ভেস্ট প্রদান

+100%-

১৮ ফেব্র“য়ারি ২০১৫খ্রিঃ বিকাল ৪টায় পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় ফুল বাগানে শহরের বিভিন্ন স্থানে যানজট নিরসনকল্পে জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি শহরের যানজট নিরসনে নিয়োজিত কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্য এবং শহরের বিভিন্ন মার্কেটে নিয়োজিত কমিউনিটি পুলিশ সদস্য যারা নাইট গার্ড হিসেবে শহর নিরাপত্তায় সহযোগিতা করছে তাদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে রিফ্লেক্টিং ভেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে জনাব মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নবীনগর সার্কেল, জনাব তাপস রঞ্জন ঘোষ, সহকারী পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। তাছাড়া জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এ্যাডভোকেট এসএম ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ তানজিল আহম্মেদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ সেলিম মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালণ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর দপ্তর জনাব মোঃ শফিকুল ইসলাম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের যানজট নিরসনকল্পে কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের অসামান্য অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি আরো বলেন যে, কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্যদের সহায়তার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ পর্যায়ক্রমে কাজ করে যাবে এবং তাদের কাজের উন্নতি ও কর্মসহায়ক পরিবেশ তৈরী করার জন্য জেলা পুলিশের উদ্যোগ সর্বদা অব্যাহত থাকবে।
প্রেস রিলিজ






Shares