Main Menu

জামায়াত-শিবিরের ০৪ জন নেতা-কর্মী গ্রেফতার::সরকার বিরোধী জিহাদী বই-পত্র উদ্ধার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা, এসআই/ইশতিয়াক আহমেদ, এসআই/আবু বকর সিদ্দিক, এসআই/যুবরাজ চন্দ্র বিশ্বাস, এসআই/প্রেমধন মজুমদার, এসআই/মাসুদ রানা, এসআই/সুজন শ্যাম, এএসআই/মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে ভাদুঘর টিএন্ডটি এলাকার জনৈক জসিম উদ্দিনের ৩য় তলা বিল্ডিয়ের ৩নং ফ্ল্যাট ও ৩য় তলার ৬নং ফ্ল্যাটে বিশেষ অদ্য-২৪/০১/১৫ইং তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১। ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের সভাপতি মোঃ জামিল উদ্দিন (২৩), ২। বি-বাড়িয়া স্কুল ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ উদ্দিন (১৮), উভয় পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-লবখা, মেম্বারবাড়ি, পোষ্ট-রাইতলা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি-ভাদুঘর টিএন্ডটি পাড়া বাসা নং-৭৪৯/খ, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। শিবির কর্মী মোঃ শিমুল মিয়া (২৩), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-সবদলপুর ওহাব স্বর্ণকারের বাড়ি, পোষ্ট-ইলিয়টগঞ্জ, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা এ/পি ভাদুঘর টিএন্ডটি পাড়া জসিম উদ্দিনের ৩য় তলার পশ্চিম ফ্ল্যাট, থানা  ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৪। ১৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও রোকন এবং জামায়াত-শিবিরের সদস্যদের আশ্রয় দাতা মোঃ জসিম উদ্দিন (৪৮), পিতা-মৃত আঃ ওয়াহেদ মিয়া, সাং-লবখা, মেম্বারবাড়ি, পোষ্ট-রাইতলা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি-ভাদুঘর টিএন্ডটি পাড়া বাসা নং-৭৪৯/খ, থানা  ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগনের দেখানো ও সনাক্তমতে ঘটনাস্থল তল্লাশী করে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক জিহাদী বই, জামায়াত-শিবিরের রেজিষ্টার পত্র, সরকার বিরোধী ইসলামিক সিডি, ছাত্র শিবিরের রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রম বহি, সরকার বিরোধী লিফলেট, জামায়াত শিবিরের চাঁদা রশিদ বই, বায়োডাটা ফরম, কিশোর কন্ঠ, ছাত্র সংবাদ, জামায়াত-শিবিরের কার্যক্রম ও সূচীপত্র সহ আরো অনেক বই-পত্রাদি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, বর্ণিত আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তথা ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে সরকার বিরোধী ধ্বংসাত্মক ও ক্ষতিকারক কার্যকলাপের উসকানী দেওয়ার পরিকল্পনাসহ সড়ক/মহাসড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারী স্থাপনা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য আসামী জসিম উদ্দিনের ভাদুঘর টিএন্ডটি পাড়ার ৩য় তলা বিল্ডিয়ে গোপন বৈঠকে সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত সকল আসামীগনের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Shares