Main Menu

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতারের প্রতিবাদে মানবন্ধন

+100%-

একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও সমতট বার্তা পত্রিকার সম্পাদক মনজুরুল আলম, নয়াদিগন্তের আল-আমিন শাহীন, আমাদের সময়ের দীপক চৌধুরী বাপ্পী, বৈশাখী টিভির মফিজুর রহমান লিমন, গাজী টিভির জহির রায়হান, যমুনা টিভির শফিকুল ইসলাম, প্রথম আলোর শাহদৎ হোসেন প্রমুখ। এসময় বক্তারা একুশে টেলিভিশনের চেয়ারম্যানের আশুমুক্তি দাবী করেন এবং একুশে টিভি নিয়ে নানামুখি ষড়যন্ত্র থেকে সকলকে বিরত থাকার আহবান জানান। বক্তারা বলেন, সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করলে কোন দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ঘটেনা। এখন পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমের কর্মীদের মানবেতর জীবন যাপনে সহমর্তীতা প্রকাশ করে দ্রুত সকল গনমাধ্যম খুলে দেয়ার জোরালো দাবি জানান সাংবাদিকরা। এছাড়া বক্তারা সংবাদ মাধ্যম্যের স্বাধীনতা রক্ষায় ক্যাবল  মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাভিশনের আশিকুল ইসলাম, মানবজমিনের জাবেদ রহিম বিজন, মোহনা টিভির নজরুল ইসলাম শাহাজাদা, বাংলাদেশ প্রতিদিনের মোশাররফ হোসেন বেলাল, সবুজ দেশের মজিবুর রহমান খান, সময় টিভির উজ্জল চক্রবর্তী, আজকের ব্রাহ্মণবাড়িয়ার আবু নাসের রতন, আরটিভির আজিজুর রহমান পায়েল, এস.এ.টিভির মনিরুজ্জামান পলাশ, একুশে আলোর আশিকুর রহমান মিঠু, শীর্ষ নিউজের সুমন রায়, এশিয়া বাণীর মনির হোসেন টিপু মোল্লা, কালবেলার আবদুস সাত্তার, চ্যানেল টোয়েন্টিফোর এর চিত্র সাংবাদিক প্রকাশ দাশ, এ.এইচ নাইম,এনটিভির চিত্র সাংবাদিক জাবেদ মিয়া । এ মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি সংহতি প্রকাশ করে সাংবাদিকদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।






Shares