Main Menu

৩০ ডিসেম্বরের জেলা আওয়ামীলীগের সম্মেলনে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে- মোকতাদির চৌধুরী এমপি

+100%-

ডেস্ক২৪::আগামী ৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার সন্ধায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ একেএম এমদাদুল বারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকারের উপস্থাপনায় এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি শফিকুল আলম এমএসসি,হাজি সফিউল্লাহ মিয়া,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগ নেতা মঈনউদ্দিন মঈন,ফিরোজুর রহমান ওলিও,জহিরুল ইসলাম ভূঞা,সৈয়দ নজরুল ইসলাম,অধ্যক্ষ জয়নাল আবেদীন,এড.আবু তাহের,শেখ মো.মহসিন,মহসিন মিয়া,আবদুল মান্নান,গোলাম নূর,এড.ইকবাল,জসীম উদ্দিন চৌধুরী।সম্মেলন বাস্তবায়নে র আ ম উবায়দুল মোকতাদির চৌধূরীকে চেয়ারম্যান,আল মামুন সরকারকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।তবে জেলার সকল দলীয় সাংসদ,পৌরসভার মেয়র,জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং উপজেলা কমিটির সকল সভাপতি,সাধারন সম্পাদক এ কমিটির সদস্য আছেন।এছাড়া সম্মেলনের সফলতায় আরো ৫ টি উপ-কমিটি গঠন করা হয়।এসময় উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,আওয়ামীলীগকে আগামী দিনে শক্তিশালী ভিতের উপর দাড় করাতে হলে সৎ,ত্যাগী,পরিক্ষীত ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।তিনি আরো বলেন,আগামী দিনের নেতৃত্ব হবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যোগ্য ও সঠিক নেতৃত্ব।তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার জন্য সকলকে আহবান জানান।


আশুগঞ্জ,সরাইল,কসবা ও আখাউড়া উপজেলার আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন


ব্রাহ্মণবাড়িয়ার একসাথে ৪ টি উপজেলার আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।উপজেলাগুলো হচ্ছে আশুগঞ্জ,সরাইল,কসবা ও আখাউড়া।

আশুগঞ্জে হাজি সফিউল্লাহ মিয়াকে আহবায়ক,আবু নাসের,হানিফ মুন্সী,খুরশেদ আলমকে যুগ্ম-আহবায়ক করে ৪৯ সদস্য,

সরাইলে এড.নাজমুল হোসেনকে আহবায়ক,শিউলী আজাদ,এড.রআবদুর রাশেদ,খায়রুল হুদা চৌধুরী বাদলকে যুগ্ম-আহবায়ক করে ৪৯ সদস্য,

কসবায় এড.আনিসুল এমপিকে আহবায়ক,এড.শাহ আলম,গোলাম হাক্কানী,এড.রাশেদ কায়সার জীবন,কাজি আজহারুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ৪৯ সদস্য ও

আখাউড়ায় অধ্যক্ষ জয়নাল আবেদীনকে আহবায়ক,আবুল কাসেম,মনির হোসেন বাবুল,সেলিম ভূঞাকে যুগ্ম-আহবায়ক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার সন্ধায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ একেএম এমদাদুল বারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকারের উপস্থাপনায় এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।এসময় জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসকল কমিটিকে স্বাগত জানায় প্রতিটি উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।মিছিল শেষে বিতরণ করা হয় মিষ্টি।প্রতিটি উপজেলা সদরে আনন্দের বন্যা বইছে।






Shares