Main Menu

সরাইলে মেলার নামে বেহায়াপনা বন্ধে বিক্ষোভ মিছিল

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেলার নামে যাত্রা হাউজি বাম্পার জুয়া তথা বেহায়াপনার উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে স্থানীয় আলেম ওলামা ও সাধারন লোকজন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোন অনুমতির বিষয় না জানলেও অতি গোপনে ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু নেতার মদদে মেলার আয়োজন এগিয়ে চলেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, শাহবাজপুর গ্রামের মসজিদ মাদ্রাসার কমিটির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কিছু প্রভাবশালী শাহবাজপুর দ্বিতীয় গেইট মহাসড়কের পাশে রয়েল ব্রিকস সংলগ্ন ফসলি মাঠে মেলা বসানোর আয়োজন করে চলেছে। স্থানীয় প্রশাসন কিছু না জানলেও ইতিমধ্যে মেলা পরিচালনা কমিটি ও প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে সেখানে। বিষয়টিকে কেন্দ্র করে গত দুইদিন ধরে শাহবাজপুরে বিরাজ করছে টানটান উত্তেজনা। গতকাল সন্ধ্যায় শাহবাজপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামক সংগঠনের যুগ্ম আহবায়ক ও ইউপি যুবলীগের সম্পাদক রাজিব আহমেদ রাজ্জির নেতৃত্বে মেলার নামে বেহায়াপনার উদ্যোগ বন্ধের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ গ্রহন করেন স্থানীয় আলেম ওলামা সহ সাধারন লোকজন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় বাস ষ্ট্যান্ডে এসে পথ সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন- মাওলানা আবদুর রহমান কাসেমী, মুফতি সামছুল আলম, মাওলানা মুসা মিয়া, রাজিব আহমেদ রাজ্জি, জানে আলম সিদ্দিকি ও বরকত মিয়া প্রমূখ। বক্তারা বলেন, এখানে মেলার নামে যাত্রা হাউজি বাম্পার ও জুয়ার আয়োজন চলছে। টাকার লোভে একাজে মদদ দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী লোক। আমরা এ বেহায়াপনা চাই না। ক্ষমতাসীন দলের দায়িত্বশীল পদের ২-৩ জন নেতা সকালে প্রতিরোধ কমিটিতে আবার বিকেলে মেলা পরিচালনা কমিটিতে বসে মিটিং করেন। আমরা তাদেরকে ধিক্কার জানায়। মেলার প্রতিরোধে কঠিন থেকে কঠিন কর্মসূচী দিয়ে যাব। নোংরামি বন্ধ না করে আমরা ঘরে ফিরে যাব না। প্রয়োজনে মহাসড়ক বন্ধ করে দিব। প্রশাসনকে মেলা প্রতিরোধে সহায়তা করার অনুরোধ জানান বক্তারা। মেলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর গতকাল লিখিত আবেদন করেছেন প্রতিরোধ কমিটির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, শাহবাজপুরে মেলা করার কোন অনুমতি আমাদের কাছে এখনও কেউ চাইনি।






Shares