Main Menu

ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে দু’দলের সংঘর্ষে আহত পাঁচ

+100%-

প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি অফিসে জমি সংক্রান্ত বিষয়ের শুনানির সময় জমির  বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

এ সময় ভূমি অফিসের ভেতরে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এতে অফিসের বৈদ্যুতিক মিটারেও আগুন লাগে। পড়ে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এসি ল্যান্ড মো. হাসনাত মুর্শেদ ভূঁইয়া জানান, সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলা সুলতানপুরের একটি বিরোধপূর্ণ ভূমির শুনানির সময় অফিস কম্পাউন্ডে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় মিহির লাল দত্তর মোটরসাইকেলে আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখা মিটার বোর্ডে ছড়িয়ে পড়ার সময় দমকল বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অফিস কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হয়।

সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসনাত মুর্শেদ ভূঁইয়া স্বপন লাল দত্তকে এক বছর এবং প্রতিপক্ষ মিহির লাল দত্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।






Shares